৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

দিল্লি সরকারকে নিশানা এএপি-র, বিক্ষোভে শামিল অতিশী ও সৌরভ

High News Digital Desk:

দিল্লির মহিলাদের ২,৫০০ টাকা দেওয়ার বিষয়ে মহিলা সম্মান যোজনা বাস্তবায়ন না করার অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। তিনি বলেছেন, “নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী মোদী দিল্লির মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৮ মার্চ প্রতিটি মহিলা ২,৫০০ টাকা পাবেন। কিন্তু কোনও টাকা জমা হয়নি। এর অর্থ হল এটি একটি ‘জুমলা’ ছিল। ২,৫০০ টাকা তো দূরের কথা, এই প্রকল্পের জন্য নিবন্ধনও এখনও শুরু হয়নি।”

এএপি নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, “প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৮ মার্চ দিল্লির প্রতিটি মহিলাকে ২,৫০০ টাকা দেওয়া হবে। আমরা ‘ব্যাংক অফ জুমলা’-এর ২,৫০০ টাকা লেখা চেকটি দিয়েছি। হয়তো এখন, বিজেপি লজ্জিত হবে এবং তাদের প্রতিশ্রুতি পূরণ করবে।”

Scroll to Top