২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

দিল্লি রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

High News Digital Desk:

দিল্লি রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী:

দিল্লি রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল৷ সেখানে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু অধিকারী।  সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই কলকাতায় সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ১০০ দিনের কাজে বাংলায় প্রভূত দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির তদন্ত সিবিআই করুক। অভিষেক জানান, মঙ্গলবার দুপুর ১টা থেকে যন্তরমন্তরে তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ–সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে ১০০ দিনের ‘জব কার্ড হোল্ডার’রা ধরনা শুরু করবেন। দিল্লি যাত্রার উদ্দেশ্য নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘দিল্লিতে গিয়ে সুনিশ্চিত করব, যাতে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ফেক জব কার্ড ইস্যু করেছে, তারা আইনের আওতায় আসে। তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা হয়। জব কার্ড ইস্যুয়িং অথরিটি হচ্ছে পঞ্চায়েত প্রধান। আমি চেষ্টা করব দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক, পঞ্চায়েত সচিবের মতো যাঁরা মনরেগা থেকে টাকা লুট করেছেন তাঁদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ হয়।’’শুভেন্দু অধিকারীর দাবি, সব মিলিয়ে প্রায় এক কোটি ৩২ লক্ষ ‘ফেক জব কার্ড’ তৈরি করা হয়েছে৷ এই দুর্নীতির মাধ্যমে কেন্দ্রের টাকা লুট হয়েছে বলে দাবি করেন শুভেন্দু৷ তিনি বলেন, ‘‘যারা যারা টাকা তুলেছে, তারা দেশের টাকা লুটেছে৷ সম্পদ চুরি করেছে৷ ট্যাক্সের জিএসটির টাকা লুট করেছে৷ এই লুটেরাদের বিরুদ্ধে যাতে কঠিন কঠোর ব্যবস্থা হয়, এই জন্যই দিল্লি যাত্রা।’’মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গ উঠলে শুভেন্দু বলেন,’ গিরি রাজ সিংহের দেখা করার প্রশ্ন নেই। উনি বাইরে থাকবেন বলে দিয়েছেন।আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে ছটায় এম.ও.এস সাধ্বী নিরঞ্জন জ্যোতি কৃষি ভবনে উনাদের সঙ্গে দেখা করবেন । তার আগে আমার সঙ্গে কৃষি ভবনের ৪ টের সময় মাননীয় এমএমএস এর মিটিং হবে। এই মুহূর্তে চোর মুক্ত বাংলা। কোন চোর বাংলাতে নেই। শুধু চোরেদের রানী রয়েছে। আর সব চোর দিল্লিতে।’

Scroll to Top