২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

দিল্লির বাতাস এখনও দূষিত, যমুনার জলেও ভাসছে বিষাক্ত সাদা ফেনা

High News Digital Desk:

 রাজধানী দিল্লির বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) এখনও ‘খারাপ’ স্তরেই রয়েছে। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। ধীরে ধীরে শীতের দাপটও বাড়ছে দিল্লিতে। সোমবার সকালেও দূষণের কবলে ছিল দিল্লির ওয়াজিরপুর, জাহাঙ্গিরপুরী, আনন্দ বিহার, চাঁদনি চক এলাকা। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল অক্ষরধাম, ইন্ডিয়া গেট, কর্তব্যপথও।

দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। যমুনার জলের এই দূষণ মোটেও কমছে না। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা এখন স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কুয়াশাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

Scroll to Top