১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

দিল্লিতে পুলিশের হাতে ‘হেনস্থার’ শিকার হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

দিল্লিতে পুলিশের হাতে ‘হেনস্থার’ শিকার হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়:

অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা-নেত্রীদের আটক হতে হয় দিল্লি পুলিশের হাতে। মুক্তি পাওয়ার পরই রাজভবন অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে রাতে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সোশ্যাল মিডিয়ায় স্বল্প কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তাঁরা মাথা নত করবেন না।আগামী ৫ অক্টোবর, বৃহস্পতিবার  ৩টের সময় কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  দিল্লিতে শাহের পুলিশের হাতে ‘হেনস্থার’ শিকার হওয়ার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি পালনের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কৃষি ভবনে বিক্ষোভরত তৃণমূল শীর্ষ নেতৃত্বকে উৎখাতের ছবি সামনে আসতেই কলকাতার রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন জোড়ফুলের কর্মী সমর্থকেরা। কলকাতা থেকে হুগলি, বীরভূম থেকে কোচবিহার সব জেলাতেই একই চিত্র। গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লির কৃষিভবনে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিদল। অভিষেক দাবি করেন, প্রথমে বেলা ১২টার সময় দেখা করার জন্য সময় দেওয়া হয়েছিল তাঁদের। পরে প্রতিমন্ত্রী জানান, তাঁর ফ্লাইট দিল্লিতে অবতরণ করবে বিকেল পাঁচটায়। এই আবহে সন্ধ্যা ৬টায় তিনি দেখা করবেন তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেলেও তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে নাকি মন্ত্রী বিকেল ৪টের সময় বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কথা বলেন। এই আবহে কৃষি ভবনের ভেতরেই ধর্নায় বসে পড়েন তৃণমূল নেতারা। এরপরই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। পুলিশ চ্যাংদোলা করে সেখান থেকে তুলে নিয়ে যায় তৃণমূল সাংসদদের। মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে অভিষেক বলেন, “আগামী পরশু ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবন যাব। কারণ রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি।” অভিষেকের দাবি, কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যের মানুষের বঞ্চনার কথা রাজ্যপালের জানা উচিত। তৃণমূল নেতৃত্বের সঙ্গে খারাপ ব্যবহারের প্রতিবাদে এবার বীরভূম জেলায় প্রতিবাদে নামল তৃণমূল । একদিকে রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে টায়ার জ্বালিয়ে ও নরেন্দ্র মোদীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা । অন্যদিকে সিউড়ির তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা।

Scroll to Top