দিল্লিতে আইটিও অফিসে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লির রাজস্ব ভবনে।
জানা গেছে, রাজস্ব ভবনের আইটিও অফিসের ২৩৮ নম্বর ঘরে আগুন লাগে। এদিন সকাল ১০টা নাগাদ দমকল বিভাগ এই সংক্রান্ত একটি ফোন পায়। দ্রুত দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে মিনিট দশেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। হতাহতের খবর নেই।