১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

দিলীপ বেঙ্গসরকার, ডায়ানা এডুলজি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নিযুক্ত হয়েছেন

High News Digital Desk:

সোমবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ( এমসিএ) ক্রিকেট উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন ভারতের পুরুষ ও মহিলা দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ বে এবং ডায়ানা এডুলজি ।

সোমবার এমসিএ-র শীর্ষ কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমসিএর পক্ষ থেকে বলা হয়েছে, “তাদের অভিজ্ঞতার ভাণ্ডার এবং খেলার গভীর বোধগম্যতা ক্রিকেট পরিচালনা এবং উন্নয়ন কর্মসূচিতে অমূল্য দিকনির্দেশনা প্রদান করবে,”

বেঙ্গসরকার প্রয়াত মিলিন্দ রেগের স্থলাভিষিক্ত হলেন, যিনি ফেব্রুয়ারিতে মারা যান।

“মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে দিলীপ স্যারের সম্পৃক্ততা আমাদের তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর মুম্বই ক্রিকেটে ডায়ানা ম্যাডামের অসামান্য অবদান আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে রয়ে গেছে। তাঁদের উপস্থিতি মুম্বই ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গিতে বিরাট মূল্য যোগ করবে,” বলেছেন এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক।

ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক বেঙ্গসরকার বর্তমানে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য। তিনি অতীতে এমসিএ-র সহ-সভাপতি এবং ক্রিকেট উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, অন্যদিকে এডুলজি গত এক বছর ধরে এমসিএ-র মহিলা ক্রিকেটের ক্রিকেট উপদেষ্টা ছিলেন।

Scroll to Top