নিজস্ব সংবাদদাতা : বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ| অথচ তাঁর গ্রামে, তিনি যে ৱুথে ভোট দেন, সেই ৱুথেই জিতলেন তৃণমূল প্রার্থী| মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের গ্রাম কুলিয়ানা| ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই গ্রামের ২৫ নম্বর ৱুথে ভোট দেন তিনি| কিন্তু পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তাঁর ৱুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি| মঙ্গলবার সেই ৱুথে এক নির্দল প্রার্থীকে হারিয়ে জিতলেন তৃণমূলের শিবানী দেউলী| দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, আমরা তো লড়াইয়েই ছিলাম না|
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই কুলিয়ানা গ্রামের ওই ৱুথে বিজেপির প্রার্থী দিতে না পারা নিয়ে তৃণমূলের কটাক্ষের মুখে পড়েছিল বিজেপি| পঞ্চায়েত ভোটের দিন নিজের ৱুথে ভোটও দিতে আসেননি দিলীপ| বিজেপি অবশ্য ঝাড়গ্রামের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতে শুধু ওই একটি আসনেই প্রার্থী দিতে পারেনি| গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩টি| এর মধ্যে কুলিয়ানার ৱুথ নম্বর ২৫-এই শুধু প্রার্থী দিতে পারেনি বিজেপি| বাকি ৱুথগুলিতে বিজেপি প্রার্থী দিতে পেরেছে|
২০১৮-র পঞ্চায়েত ভোটে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে| ১৩টি আসনের মধ্যে ১০টিতেই জিতেছিল বিজেপি| তার আগে ২০১৩ সালে এই গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে| কিন্তু এবার ফলাফল যাই হোক না কেন, দিলীপ ঘোষের গ্রামে তাঁরই ৱুথে তৃণমূলের প্রার্থীর জয়কে অন্য চোখেই দেখছেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব|









