২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

দিনভর বিভিন্ন দলের কর্মসূচি, কলেজ স্কোয়ারে বইপ্রেমীদের প্রতিবাদ

কলকাতা : আরজি কর হাসপাতালে তরুণীর মৃত্যুর পরে কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও হয়নি কিনারা। এখনও গ্রেফতার ১! যদিও তদন্তে হয়েছে হাতবদল। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য জুড়ে অবশ্য চলছে যথাযথ বিচার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল আন্দোলন।

শনিবার এই নিয়ে একসঙ্গে পথে বাম এবং কংগ্রেস। তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদে প্রথম থেকেই লড়াই করছে বাম ছাত্র যুব সংগঠনগুলো।কিন্তু সেভাবে সরাসরি পথে নামেনি সিপিআইএম সহ অন্যান্য বামদল। আজ রাসবিহারী মোড় থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত গণ জমায়েত এবং গণ মিছিল বামফ্রন্টের রাজ্য কমিটির। তাদের সঙ্গে যোগ কংগ্রেসেরও।

পাশাপাশি, প্রতিবাদে সরব হয়েছে শাসকদল তৃণমূল। ফাঁসির দাবিতে ১৬ তারিখ মিছিলের ডাক দিয়েছিল তারা। মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের সমস্ত ব্লকে মিছিল তৃণমূল কংগ্রেসের। দক্ষিণ কলকাতায় পদযাত্রা কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। খিদিরপুর অঞ্চলে এবং চেতলায় মিছিল তাঁর। নিজের নিজের এলাকায় কর্মসূচিতে তৃণমূলের বিধায়করা। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আরজি কর হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।

বইপ্রেমীদের তরফ থেকেও তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে পথে নামার ডাক। কলেজ স্কোয়ারে বিকেল সাড়ে ৩টেয় প্রতিবাদ সভা। কলকাতার নাট্যপ্রেমীরা রাত সাড়ে ১০টায় অ্যাকাডেমি চত্বরে জড়ো হওয়ার ডাক দিয়েছেন।সব মিলিয়ে ১ সপ্তাহ কেটে গেলেও অব্যাহত প্রতিবাদ।

Scroll to Top