৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

দিকে দিকে বোমা উদ্ধার

High News Digital Desk:

দিকে দিকে বোমা উদ্ধার :-

বোমার রাজত্বে বাংলা| পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে বহুদিন এখনও দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা| পঞ্চায়েত ভোটের আগে বা পরে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার বোমা উদ্ধারের খবর সামনে এসেছিল|

ভোট মিটে গেলেও ছবিটা বিশেষ বদলায়নি| কখনো দেখা গেছে স্কুলের ভেতর থেকে, আবার কখনো লিচ বাগান বা পাট ক্ষেত থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে|দিকে দিকে চলছে বেআইনি অস্ত্র ও বোমার বিরুদ্ধে অভিযান| তাতেও বেশ কয়েকবার সাফল্য মিলেছিলো| কিন্তু তা সত্ত্বেও থামানো যাচ্ছে না বোমা- বারুদের আমদানি| ফের হরিদেবপুর থানা এলাকার ঢালী পাড়া ঝিল পার থেকে উদ্ধার তাজা বোমা| এলাকায় বোম স্কোয়াড পৌঁছে উদ্ধার করে তাজা বোমা| জানা যায়, ঝিলের গেট সবসময় বন্ধ থাকে তা সত্ত্বেও কীভাবে বোমা গুলি ভিতরে এলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ| পাশাপাশি, সোমবার সকালে পুকুর থেকে ঠাকুর তৈরির মাটি তোলার সময় উঠে এলো তেরোটি তাজা বোমা| ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে| জানা যায়, দুপুরে ঠাকুর তৈরির জন্য ক্লাবের ছেলেরা বালতিতে করে মাটি তলছিলো| সেই সময় বালতিতে উঠে আসে দুটি তাজা বোমা| ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ এসে জলে নেমে আরো ১১ টি তাজা বোমা উদ্ধার করে| ঘটনাটি জয়নগর এক নম্বর ব্লকের শ্রীপুর পঞ্চায়েত এলাকার রামকৃষ্ণপুর বামন পাড়া এলাকার| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট সন্ত্রাসের জন্য এই বোমা মজুত করা হয়েছিলো| উল্লেখ্য গত এক বছর আগে অঞ্চলে বোর্ড গঠন করা হয়| বোমা উদ্ধার ঘিরে এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে| তবে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে সে সম্বন্ধে নিশ্চিত করে জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা| তবে বাংলায় যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে, তাতে রাজ্যের মানুষ সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছেন| কবে বন্ধ হবে এই বোমার রাজত্ব প্রশ্ন সাধারণ মানুষের|

Scroll to Top