৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

দলকে শৃঙ্খলায় বেঁধে লড়াইয়ের আহ্বান

High News Digital Desk:

একুশে জুলাইয়ের মঞ্চে যাঁকে দেখার জন্য, যাঁর কথা শোনার জন্য তৃণমূল কর্মী-সমর্থকদের এত অদম্য অপেক্ষা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘শহিদ দিবসে’ ভাষণ দিতে উঠলেন, তখন স্বভাবতই ছড়িয়ে পড়ে উদ্দীপনা। তৃণমূল সুপ্রিমোও যথারীতি তাঁর ভাষণে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে কার্পণ্য করেননি। লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের অভূতপূর্ব জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, মালদা সহ উত্তরবঙ্গে মন্দ ফলের কথাও স্মরণ করান তিনি। তবে তাঁর আশা, ২৬-এর বিধানসভা নির্বাচনে ওইসব জায়গাতেও সফল হবে তৃণমূল।

দলীয় নেতাদের উদ্দেশে মমতার নির্দেশ জনসেবার। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ এলে, দল রেয়াত করবে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

কেন্দ্রে যে সরকার গঠিত হয়েছে, তা যে স্থায়ী হবে না, এ বিষয়েও নিশ্চিত তৃণমূল সুপ্রিমো। অখিলেশ যাদবকে তিনি ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশে তাঁর লড়াইয়ের জন্য। বিজেপি যে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তা মনে করিয়ে দিয়েছেন তিনি।

Scroll to Top