- দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ। আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজে খেলতে পারবেন না রুতুরাজ গায়কোয়াড়। সেই কারণেই তাঁর পরিবর্ত হিসেবে অভিমন্যুকে দলে নেওয়া হচ্ছে। ভারতীয় দলের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ বরাবরই কঠিন। এবার জয়ের লক্ষ্যে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই রুতুরাজের পরিবর্ত হিসেবে অভিমন্যুকে দলে নেওয়া হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বাংলার এই ব্যাটার। তিনি টেস্টের উপযুক্ত ব্যাটার। সেই কারণেই দক্ষিণ আফ্রিকায় দলে যোগ দেওয়ার সুযোগ পেতে চলেছেন। ভারতীয় এ দলের হয়ে এখন দক্ষিণ আফ্রিকা সফরেই আছেন অভিমন্যু। সেই কারণেই তাঁর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকাতেই থাকায় পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না অভিমন্যুর। তিনি রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে থাকবেন। তবে মঙ্গলবার সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন অভিমন্যু। এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ৩২টি শতরান করেছেন। ২০১৩ থেকে বাংলার হয়ে খেলছেন অভিমন্যু। তিনি ৭৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৭৮টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে এই ব্যাটারের। একাধিকবার ভারতীয় দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে থাকলেও, এখনও পর্যন্ত মূল দলে সুযোগ পাননি অভিমন্যু। তবে এবার তাঁর টেস্টে অভিষেক হতে পারে। আগামী মঙ্গলবার শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তরুণ ক্রিকেটারদের নিয়ে ওডিআই সিরিজ জেতার পর ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।