৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলীপের

High News Digital Desk:

দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। সঙ্গে সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার ও মা পুষ্পলতা ঘোষ।

দিলীপ জানান, রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিয়েছেন। প্রার্থনা করেছেন, যাতে সকলে ভাল থাকেন। যাতে দিলীপবাবু নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, চাকরিহারাদের সরকারের সঙ্গে আলোচনা-বৈঠক- সবই নিস্ফলা হবে। এর কোনও সমাধান হবে না! আদালত নির্দেশ দিয়েছে। আদালতেই সমাধান বেরোবে। তাই আমি বলব সব পক্ষই নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছেই আবেদন করুন। সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে। ১৮ হাজার চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই। আর রিঙ্কু বলেন, বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠা করাই লক্ষ্য।

Scroll to Top