দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। আগামী সপ্তাহেই মুক্তি পাবে কাজল অভিনীত নতুন ছবি ‘মা’-এর প্রচার ঝলক। মায়ের আশীর্বাদ নিতেই দক্ষিণেশ্বরে পুজো দিতে এলেন নায়িকা। কাজলকে দেখে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গিয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। পুজো দিয়ে বেরিয়ে সকলের সামনে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকলেন কাজল।
কাজল অভিনীত ‘মা’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী মাসে। ছবিতে একজন মায়ের চরিত্রে দেখা যাবে কাজলকে, যার জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং সন্তানকে ঘিরে তার আত্মত্যাগের কাহিনি আবর্তিত হয়েছে। পরিচালনায় রয়েছেন রেবতী। ছবির নির্মাতারা মনে করছেন, এ ধরনের গল্প সমসাময়িক বলিউডে বিরল এবং দর্শকদের আবেগে দাগ কাটবে। কলকাতার প্রচার পর্ব শেষে কাজল ছবির প্রচারে আরও কয়েকটি শহরে যাবেন বলে জানা গেছে।