২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মূলত শুষ্কই। তাপমাত্রাও ওঠানামা করছে, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে। সকালের দিকে সেভাবে অস্বস্তি অনুভূত না হলেও, বেলা বাড়তেই চড়া রোদে ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

Scroll to Top