৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

তোলাবাজদের গুলিতে আহত ব্যবসায়ী, দুষ্কৃতীদের নাগাল পেতে হন্যে পুলিশ

High News Digital Desk:

টাকা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ করে গুলি তোলাবাজদের। শুক্রবার সকালের ঘটনা। আতঙ্ক ছড়াল কৃষ্ণনগরের গোয়াড়ি বাজারে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। একটি গুলি পায়ে লাগে বিশ্বনাথের। আগেই পিস্তল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বনাথ ঘোষ।

কৃষ্ণনগর-নগেন্দ্রনগরের বাসিন্দা, পাত্র বাজারের মাছ ব্যবসায়ী, বিশ্বনাথ ঘোষ প্রতিদিনের মতো শুক্রবার সকালে গোয়াড়ি বাজারের আড়তে মাছ কিনতে যান। তখন তাঁর থেকে স্থানীয় দুষ্কৃতীরা তোলাবাজির টাকা দাবি করে বলে অভিযোগ। রাজি না হওয়ায়, আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর বিশ্বনাথ ঘোষের থেকে ৩৫ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ৩ রাউন্ড গুলিও চালায় তারা। ১টি গুলি ব্যবসায়ীর পায়ে লাগে।

ওই সময় বিশ্বনাথের দাদা, সমীর ঘোষ বাধা দিতে গেলে, তাঁকে লক্ষ করেও এক রাউন্ড গুলি চলে। যদিও গুলি সমীরের গায়ে লাগেনি। সমীর ঘোষকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক। চলছে তল্লাশি।

Scroll to Top