দেখতে দেখতে ২২-দিন হয়ে গেল, তেলেঙ্গানার ধসে পড়া সুড়ঙ্গে এখনও বন্দি রয়েছেন ৭ জন শ্রমিক। এখনও পর্যন্ত মাত্র একটি দেহ উদ্ধার হয়েছে, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন ৭ জন শ্রমিক। তাঁরা কী অবস্থায় আছেন, কেমন আছেন, তা এখনও জানা যায়নি। তবে, হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দল। এখনও চলছে উদ্ধারকাজ।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার নগরকুরনুলে আচমকাই ধরে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ। ভিতরে আটকে পড়েন ৮ জন শ্রমিক। এই মুহূর্তে বাকি ৭ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল নিরন্তর কাজ করে চলেছেন। নানা রকমভাবে চেষ্টা করা হয়েছে সবাইকে উদ্ধারের জন্য।










