১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

তৃণমূল ছাত্র-পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সাফল্যমন্ডিত করতে বিশেষ বৈঠক গঙ্গারামপুরে

High News Digital Desk:

তৃণমূল ছাত্র-পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সাফল্যমন্ডিত করতে বিশেষ বৈঠক গঙ্গারামপুরে :

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র-পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সাফল্যমন্ডিত করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গঙ্গারামপুর ব্লক, গঙ্গারামপুর টাউন এবং গঙ্গারামপুর কলেজ ইউনিটের ছাত্র পরিষদের তরফ থেকে তৃণমূল ছাত্র-পরিষদের বিশেষ বৈঠক আয়োজিত হল| এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র-পরিষদের সম্পাদক কৌশিক সাহা, জেলা তৃণমূল ছাত্র-পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা| এই বিষয়ে রাজ্য তৃণমূল ছাত্র-পরিষদের সম্পাদক কৌশিক সাহা জানিয়েছেন, জেলা তথা গঙ্গারামপুর থেকে অন্য বছরের তুলনায় তৃণমূল ছাত্র-পরিষদের কর্মী-সমর্থক এবং ছাত্রছাত্রীদের রেকর্ড ভিড় হবে গান্ধীমূর্তির পাদদেশে| আগামী রবিবার গঙ্গারামপুর কলেজে ক্যাম্প করা হবে, যেখান থেকে পরদিন সকালে কলকাতাগামী ট্রেনে করে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ছাত্র-পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুবিশাল জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন সকলেই| গঙ্গারামপুর কলেজের সেমিনার হলে এই বিশেষ বৈঠক আয়োজিত হয়| এদিনের এই বৈঠকে গঙ্গারামপুর টাউন, গঙ্গারামপুর ব্লক এবং গঙ্গারামপুর কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র-পরিষদের সকল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী-সমর্থকরা| উপস্থিত প্রত্যেক সদস্যেরই উত্সাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো|

Scroll to Top