তীব্র গরমে নাজেহাল বাণিজ্যনগরী মুম্বই। গরমের প্রাণ ওষ্ঠাগত থানে এবং রায়গড়েও। এই মর্মে ভারতীয় আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ৯ ও ১০ মার্চ মুম্বই ও পার্শ্ববর্তী থানে এবং রায়গড় জেলার বিভিন্ন স্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। গত দুই সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মুম্বইয়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৯ ও ১০ মার্চ মুম্বই এবং পার্শ্ববর্তী থানে ও রায়গড় জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রির ওপরে উঠে যেতে পারে। এই মর্মেই তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।










