৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

তীব্র গতিতে আছড়ে পড়ল বিমান| ক্যামেরা-বন্দি সেই ভয়ঙ্কর দৃশ্য

High News Digital Desk:

তীব্র গতিতে আছড়ে পড়ল বিমান| ক্যামেরা-বন্দি সেই ভয়ঙ্কর দৃশ্য :

বৃহস্পতিবার (১৭ অগস্ট) এক মর্মান্তিক ঘটনার শিকার হল মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য| মাঝ আকাশ থেকে ব্যস্ত রাস্তায় ভেঙে পরল বিমান| ওই ঘটনায় মৃতু্য হয়েছে অন্তত ১০ জনের| এদের মধ্যে ওই বিমানে ছিলেন আটজন| বাকি রাস্তায় থাকা দুজন নিহত হয়| স্থানীয় পুলিশ প্রধান বলেন, যে বিমানটি ভেঙে পড়ে সেটি একটি ব্যক্তিগত বিমান| ওই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন| এদের মধ্যে রাস্তায় ছিলেন দুজন চালক| তাদের একজন গাড়িতে এবং আরেকজন মোটরসাইকেলে ছিলেন| ওই বিমানে থাকা আটজনই নিহত হয়েছেন|

জানা যায়, স্থানীয় সময় দুপুর তিনটেরস কিছটা আগে বিমানটি ভেঙে পড়েছিল| সেই সময় ওই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি-বাইক চলছিল| গাড়িগুলির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায়, দুর্ঘটনার মুহূর্তটি বন্দি হয়েছে| সেই ভিডিয়ো ক্লিপগুলিতে দেখা যাচ্ছে, বিমানটি তীব্র গতিতে ভেঙে পড়ছে রাস্তার উপর| কয়েকটি গাড়ি অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়| মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয়| কিছুক্ষণের মধ্যেই ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়| দুর্ঘটনাটি ঘটেছে এক আবাসিক এলাকায়|

বিমানটি মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রিসর্ট দ্বীপ ল্যাংকাউই থেকে উড়েছিল| যাচ্ছিল রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে| কিন্তু ২টো বেজে ৪৭ মিনিট নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলে অবতরণের অনুমতি চেয়েছিল বিমানটি| ২.৪৮ মিনিটে বিমানটিকে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল| তারপর, বিমানটিতে ঠিক কী ঘটেছিল, তা এখনও ধোঁয়াশা|

 

Scroll to Top