২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের লক গেটের কাছে দেহ উদ্ধার, চাঞ্চল্য

High News Digital Desk:

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের লক গেটের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বুধবার তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের এক নিরাপত্তারক্ষীর নজরে আসে যে জলে একটি মৃতদেহ ভাসছে। তিনি ফাঁসিদেওয়া থানার পুলিশকে এ বিষয়ে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগে তিস্তায় গাড়ি তলিয়ে যায়। তাতে কয়েকজন নিখোঁজ। এই ব্যক্তি তাঁদের একজন হতে পারেন। ফাঁসিদেওয়া থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

Scroll to Top