৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

তিস্তায় লাল সতর্কতা

High News Digital Desk:

টানা বৃষ্টিতে বিপর‌্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা| ফুলেফেঁপে উঠেছে তিস্তার জলস্তর| জারি করা হয়েছে লাল সতর্কতা| ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা| এই মরশুমে এই প্রথম তিস্তায় জারি হল লাল সতর্কতা| জলস্তর এতটাই বেড়েছে যে, মেখলিগঞ্জ থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পর‌্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে| এছাড়াও সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে খবর, জলপাইগুড়ির গাজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ৬টা নাগাদ ১৪৯৭.৬৩ কিউমেক জল ছাড়া হয়েছে| ফলে তিস্তা সহ অন্যান্য নদীর জলস্তরও বেড়েছে| তবে স্বস্তির খবর, শুক্রবার সকালে আবহাওয়া সামান্য পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে| মেঘ সরে সামান্য উজ্জ্বল হয়েছে আকাশ| দেখা মিলেছে সূর‌্যের|

Scroll to Top