- তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ১ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে নিল ভারত
১ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে নিল ভারত। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে জয় পেলেন কে এল রাহুল, সূর্যকুমার যাদবরা। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৫ উইকেটে ৩৯৯ রান করে। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই বৃষ্টি নামে। ফলে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৩৩। অস্ট্রেলিয়ার সংশোধিত টার্গেট হয় ৩১৭। ২৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে সহজ জয়ই পেল ভারত। পুরো ম্যাচ হলে ভারতের জয়ের ব্যবধান হয়তো বাড়ত। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায়।কেএল রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দখল করল ভারতীয় দল। এদিন টসে হেরে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নামে ভারত। ৫ উইকেটে ৩৯৯ রানের বিশাল স্কোর করে।ঋতুরাজ গায়কোয়াড়ের আউটের পর শুভমান গিলের সাথে শ্রেয়াস আইয়ার ইনিংসের হাল ধরেন। দুজনেই দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন। গিল ১০৪ রান করে আউট হন এবং শ্রেয়াস ১০৫ রান করে আউট হন।ভারতীয় দল ৪০০ রানের টার্গেট দেয় অজিদের। সূর্যকুমার অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। তাও মাত্র ৩৭ বলে। ৬টি চার ও ছক্কা মেরে ভারতকে ৩৯৯ রানে পৌঁছে দেন তিনি। ক্যামেরন গ্রিনের ওভারে পরপর চারটি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ভারতের হয়ে ৫৬ রান দিয়ে ২ উইকেট নেন কৃষ্ণ। ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সামি।