২১ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫

তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয় রথযাত্রার দিনে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার দেশব্যাপী রথযাত্রা উত্সব| রথযাত্রা মানেই চোখে ভেসে আসে জগন্নাথ,বলরাম ও সুভদ্রার ছবি| কিন্তু জানেন কি এই দিনেই তারাপীঠের মা তারাও পুজিত হন রথে চড়ে| রথযাত্রার দিন তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয় রথযাত্রার দিনে| প্রাচীন কাল থেকে একই নিয়ম চলে আসছে তারাপীঠের মা তারার রথ যাত্রা| তারাপীঠে মা তারা একমাত্র অধিষ্ঠাত্রী দেবী| তাই সর্ব দেবদেবী রূপে মা তারাকেই পুজো করা হয়ে থাকে| সেই প্রাচীন রীতি অনুযায়ী আজও তারাপীঠের রথে জগন্নাথ দেবের পরিবর্তে মা তারাকে সওয়ারি করা হয়| এদিন মা তারাকে রথে নিয়ে এলাকায় ঘোরানো হয়| বছরে শুধুমাত্র এই দিনটিতেই গর্ভগৃহ থেকে বাইরে বের করে আনা হয় মায়ের বিগ্রহ| রথে করে ঘোরানো হয় তারামাকে|
মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো-অর্চণা| অন্ন, ৫ রকমের ভাজা, মাছ ও অন্যান্য পদ সহকারে ভোগ নিবেদন করা হয় মা তারাকে|

Scroll to Top