কলকাতা : চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয়কে যত দেখছেন সিবিআই আধিকারিকরা, ততই অবাক হচ্ছেন। তার মানসিক বিকৃতি রয়েছে, মত তদন্তকারীদের। সঞ্জয় পর্নোগ্রাফিতে ‘বিকৃত ভাবে’ আসক্ত। তার মোবাইলের তথ্য ঘেঁটে উঠে এসেছে এসব তথ্য। সঞ্জয়ও তদন্তকারীদের জানিয়েছে অনেককিছুই। তবে ঘটনার পর থেকে সঞ্জয়ের চোখেমুখে ভয়ের লেশমাত্র দেখা যায়নি। অবলীলায় ঘটনার বর্ণনা দিয়ে চলেছে সঞ্জয়! সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, এক সিবিআই আধিকারিক তাদের জানিয়েছেন, সঞ্জয় ঘটনা নিয়ে আদৌ অনুতপ্ত নয়।
সিবিআই পিটিআইকে জানিয়েছে, সঞ্জয়ের মোবাইল থেকে যে সমস্ত ভিডিও উদ্ধার হয়েছে, তাতে মানসিক বিকৃতি সামনে আসছে। এইসব ভিডিও দেখতেই সে বেশি পছন্দ করত বলে সিবিআইকে সঞ্জয় জানিয়েছে বলে পিটিআই সূত্রে খবর। সঞ্জয়ের মানসিক পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি। পিটিআই জানাচ্ছে, সেই রিপোর্টে বলা হয়েছে, সঞ্জয় গভীর ভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। তার মানসিক বিকৃতিও রয়েছে বলে উল্লেখ রিপোর্টে।
ঘটনায় সঞ্জয় যে যুক্ত, তার একাধিক প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআইয়ের। সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ জানিয়েছিল, অভিযুক্ত সেই রাতে ১১টা নাগাদ হাসপাতালে যায়। ভোর ৪টের আশেপাশে হাসপাতাল থেকে বের হয়। সঞ্জয় সেই রাতে গিয়েছিল যৌনপল্লিতে। খেয়েছিল মদ। ফোনে ছিল ভর্তি পর্নোগ্রাফি। হেডফোনের সূত্র ধরেই সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ। সিবিআই অধিকারিকরা জানাচ্ছেন, সঞ্জয় তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছে। ঘটনার বিবরণ দিচ্ছে। সিবিআই হেফাজতেও নিরুত্তাপ সে।