২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচকে ফাইনালের মতোই দেখছে জুয়ান ফেরান্দো

High News Digital Desk:
  • ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচকে ফাইনালের মতোই দেখছে জুয়ান ফেরান্দো

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলকে ৫-০ উড়িয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার এএফসি কাপে দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের সামনে বাংলাদেশের আরও একটি দল। মঙ্গলবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আবাহনী লিমিটেড ঢাকার মুখোমুখি হচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি কাপের গ্রুপ পর্বের আগে রয়েছে আর একটিমাত্র ম্যাচ। আর সেই ম্যাচকেই ফাইনাল বলে ধরছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো । মঙ্গলবার সবুজ-মেরুনের সামনে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলছেন, ”অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। গ্রুপ পর্বের আগে আমাদের শেষ ম্যাচ। বললেন, ‘কালকের ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতোই। আমাদের পক্ষে যা করা সবই করব। নিজেদের ১০০ শতাংশ দেব।’ এবারের এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের ক্লাব মাছিন্দ্রাকে ৩-১ উড়িয়ে দেয় মোহনবাগান। সেই ম্যাচে জোড়া গোল করেন আনোয়ার। গোল পান অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কামিংসও। মঙ্গলবার আবাহনীর বিরুদ্ধেও তাঁরাই সবুজ-মেরুনের ভরসা। ব্যস্ত ক্রীড়াসূচির জন্য দলের ভারসাম্য প্রভাবিত হচ্ছে। তার উপরে প্রি সিজনের জন্য সময় আমরা কমই পেয়েছি। প্রতিটি ম্যাচেই আমরা সেরাটা দিতে চাই। ম্যাচটা আমাদের কাছে ফাইনালই বলতে পারেন।

Scroll to Top