ড্রাগের নেশা থেকে দূরে থাকলো বিএসএফ :-
‘SAY NO TO DRUGS’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সাতকুড়া দইখাতা বিএসএফ চৌকি থেকে সাইকেল নিয়ে মিছিল করলেন বিএসএফ ফিফটিন বাহিনীর জওয়ান সহ ছাত্র-ছাত্রীরা। মানিকগঞ্জ মহাদেব চৌকিতে এসে এই সচেতনতামূলক মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ফিফটিন বিএসএফ বাহিনীর কমান্ড্যান্ট অরুণ কুমার সিং সহ অন্যান্য আধিকারিকরা। অরুণ কুমার সিং জানান, সীমান্ত এলাকার মানুষরা ড্রাগের নেশা থেকে দূরে থাকলে যুবকরা যেমন সুন্দর জীবন পাবে, পাশাপাশি অর্থের অপচয়ও বন্ধ হবে। এছাড়াও তাঁরা সীমান্তবর্তী এলাকা সহ নিজেদের এলাকায় অপরাধমূলক কাজে যুক্ত হওয়া থেকে বিরত থাকবেন৷ এর পাশাপাশি বিএসএফ বাহিনীর জওয়ানরাও নেশামুক্ত হওয়ার শপথ নেন৷ হাই নিউজ নেটওয়াক