৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ডেভিস কাপ : ইতালির জ্যানিক সিনার শিরোপা জিতলেন

High News Digital Desk:

ইতালির জ্যানিক সিনার টানা দ্বিতীয়বার ডেভিস কাপ শিরোপা জিতলেন। রবিবার ফাইনালে নেদারল্যান্ডের ট্যালন গ্রিকস্পোরকে ৭-৬(২), ৬-২-এ হারিয়ে টেনিসের শীর্ষ প্রতিযোগিতায় জিতলেন ইতালির জ্যানিক সিনার। কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল ও স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো ডেভিস কাপের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ড।

বিশাল সংখ্যক ইতালি সমর্থকদের ভিড়ের মধ্যে ড্রাম বাজানো এবং মেগাফোনে সজ্জিত গান গাওয়া ভক্তদের একটি দল এই জয়ে আনন্দ উৎসব করেছেন। ২০১২ এবং ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রের পর পরপর দুবার ডেভিস কাপ জেতা দেশ হয়ে ওঠে ইতালি।

উল্লেখ্য বুধবার স্লোভাকিয়াকে হারিয়ে বিলি জিন কিং কাপ জিতেছে ইতালির মেয়েরা।

Scroll to Top