২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ডেভিস কাপের বাছাই পর্ব থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

High News Digital Desk:

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন সার্বিয়ান তারকা জোকোভিচ, এর জন্য অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ডেভিস কাপ থেকে জোকোভিচের সরে দাঁড়ানোর কথা বুধবার নিশ্চিত করেছে সার্বিয়ার টেনিস ফেডারেশন। শুক্রবার কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে খেলবে সার্বিয়া। এই ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল জোকোভিচের। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সরে দাঁড়িয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে বেলগ্রেডে ফ্রান্সকে হারিয়ে ডেভিস কাপে ঐতিহাসিক জয় পেয়েছিল সার্বিয়া। দেশের সেই স্মরণীয় সাফল্যে দলের সঙ্গে ছিলেন জোকোভিচ।

Scroll to Top