২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ডেঙ্গুর বাড়বাড়ন্ত| হুড় হুড় করে বাড়ছে আক্রান্তের সংখ্যা|

High News Digital Desk:

বাংলায় বেলাগাম ডেঙ্গু বিপদ| রোজই মৃত্য| লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা| পুজোর আগেই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু| কলকাতা সহ গোটা রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে| স্বাস্থ্যভবনের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে বর্তমানে দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫০ থেকে ৩০০| কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২৭| ডেঙ্গু আক্রান্ত নিয়ে মৃত্যর ঘটনা ঘটছে প্রতিদিনই| সেই সঙ্গে নিম্নচাপের জেরে গত কয়েকদিনে বৃষ্টির দাপট বেড়েছে| বৃস্টিতে ডেঙ্গুর দাপট আরো বৃদ্ধি পাচ্ছে| সব মিলিয়ে চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিভাগের কর্তাদের| ইতিমধ্যেই ৭ জেলা অর্থাত্ উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা,হুগলি,হাওড়া,মালদা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে| সোমবার সকাল ১১ টা নাগাদ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নবান্নে ভার্চয়াল বৈঠক হয়| বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম| গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৫০০| জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোভিডের পরে এবছরই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশী বলে মনে করছেন| যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালের বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে| হাসপাতালগুলিতে বেডের চাহিদাও দিন দিন বাড়ছে| তবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বারাবার সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন| কিন্তু পাশাপাশি প্রশাসনের ভমিকা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে| যেভাবে গত কয়েকদিন ধরে টানা বৃস্টি চলছে, তাতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার অনেক জায়গাতেই জল জমে থাকছে দীর্ঘদিন| গাছের গোড়ায় জল জমে থাকছে তাতে মর্শার লার্ভাবিস্তার করছে| সমস্যা সেখানেই| সূত্রের খবর, ইতিমধ্যেই ডেঙ্গুর প্রতিষেধক নিয়ে একটি বেসরকারি ঔষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথ গবেষণা শুরু করতে চলেছে আইসিমআর ও নাইসেড| জানা যাচ্ছে, বাকি জেলাগুলির থেকে ডেঙ্গুতে মৃত্যর সংখ্যা সবচেয়ে বেশী উত্তর ২৪ পরগনায়| যা আলাদা করে প্রশাসনকে চিন্তায় রেখেছে| ডেঙ্গু নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত নবান্নর|

Scroll to Top