- ডুরান্ড কাপে প্রথম ম্যাচেই এগিয়ে থেকেও বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল দেয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম ম্যাচেই আটকে গেলেন কার্লোস কুয়াদ্রাত। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল দেয় ইস্টবেঙ্গল। যদিও দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মহেশ, সিভেরিওরা। ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান ডিফেন্ডার নিশু কুমার। একেবারে শেষ মুহূর্তে এসে পরপর দুই গোল দেয় বাংলাদেশ আর্মি। ২-২ ফলে ম্যাচ ড্র করে টুর্নামেন্ট শুরু লাল হলুদ ব্রিগেডের। রবিবারের ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ক্রেসপো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করেন সিভেরিও। ৮৮ মিনিটে লাল হলুদের খারাপ পাস থেকে প্রথম গোল করেন বাংলাদেশ আর্মির শাহরিয়র। ম্যাচের একেবারে শেষ মিনিটে অভিজ্ঞ খাবরার মিসপাস থেকে মিরাজের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ আর্মি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল।