- ডুরান্ড কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় যে ডার্বি ম্যাচের টিকিট অফলাইনে বিক্রি করা হবে টিকিট ক্লাবের তাঁবুতে সমর্থকরা টিকিট কাটতে পারবেন
শনিবার, ১২ অগাস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বি। ডার্বি ম্যাচের টিকিট নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তার। তবে অবশেষে বাংলার ফুটবল ভক্তদের সকল দুশ্চিন্তা মুছে বুধবার ডুরান্ড কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় যে ১০ এবং ১১ আগস্ট মোহনবাগান , ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবে সকাল ১১টা থেকে বিকালে ৬টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য টিকিট বিক্রি শুরু হবে। ১২ তারিখ অর্থাৎ ম্যাচের দিনেও পাওয়া যাবে টিকিট। বুক মাই শো অ্যাপে ডার্বির টিকিট পাওয়া যাবে না। ৮ অগাস্ট মিটিং-এ ঠিক হয়েছিল, অফলাইনে বিক্রি করা হবে টিকিট। ক্লাবের তাঁবুতে সমর্থকরা টিকিট কাটতে পারবেন। তবে টিকিট বিক্রি হবে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবে। টিকিটের দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আমন্ত্রণে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাবের কর্মকর্তা, আইএফএ কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী বৈঠকে বসেন। যেখানে কমপ্লিমেন্টারি টিকিটের বিষয় আলোচনার সময় ইস্টবেঙ্গল কর্মকর্তা মিটিংয়ের মাঝেই ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে যান। এরপর সকলের সম্মতিতে ডার্বি ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় ডুরান্ড কমিটির তরফে।