৬ দিনের মাথায় কিনারা। বজবজের সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫ দুষ্কৃতী। গত মাসের ২৮ তারিখ দক্ষিণ শহরতলি বজবজের বুঁইতার মিঠাপুকুরে একটি সোনার দোকানে দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি হয়। দুটি বাইকে চেপে সোনার দোকানে পৌঁছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় ডাকাতরা। সোনারুপোর গয়নাগাটি ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ। বুধবার সেই ঘটনায় ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তারা। সোনারুপোর প্রচুর গয়না ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা দক্ষিণ ২৪ পরগনার রামনগর ও নোদাখালি এলাকার বাসিন্দা। ডাকাতির ঘটনায় গত ৩০ জুন প্রথম গ্রেফতার হয় রামনগরের বাসিন্দা বরজাহান শেখ। তার বাড়ি থেকে ডাকাতির দিন ব্যবহৃত বাইকও উদ্ধার হয়। বরজাহানকে জেরা করেই বাকিদের গ্রেফতার করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে অতীতের বেশ কয়েকটি ডাকাতি ও খুনের চেষ্টার মামলা রয়েছে। এত দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও গয়না-টাকা উদ্ধারের সাফল্যের পর, সোনার দোকানে ডাকাতি রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার।









