২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ডানকুনি-শিয়ালদা শাখায় রেললাইনের ট্রেন চলাচল বন্ধ| নিয়ন্ত্রণ করা হয়েছে যানচলাচল| অফিস টাইমে যাত্রীভোগান্তির সেই চিত্র দেখা গেল শুক্রবারও|

High News Digital Desk:

সংস্কারের কাজ চলছে| তাই ডানকুনি-শিয়ালদা শাখায় রেললাইনের ট্রেন চলাচল বন্ধ| নিয়ন্ত্রণ করা হয়েছে যানচলাচল| কিন্তু অফিস টাইমে যাত্রীভোগান্তির চিত্র দেখা গেল শুক্রবারও| বালিঘাট থেকে দক্ষিণেশ্বর আসার লেনটি চালু রয়েছে| কিন্তু অন্য লেন বন্ধ থাকায় একটি রাস্তা দিয়ে চারচাকার গাড়ি থেকে বাইক চলছে| তার জেরে সকাল থেকে যানজট শুরু হয়েছে রাস্তাটিতে| যানবাহনের গতি যেমন ধীর, তেমনই বাসে বেশ ভিড় হচ্ছে| পিঠে ব্যাগ, পাদানিতে ঝুলতে ঝুলতে গন্তব্যে পৌছছেন প্রচুর মানুষ| গত ৱুধবার থেকে চার দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বালি ব্রিজ-এর এক দিকের লেন| দক্ষিণেশ্বর থেকে বালিগামী ভারী গাড়িগুলিকে পাশের নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে| ৱুধবার রাত থেকে ওই সূচি মেনে কাজ শুরু হয়েছে বালি ব্রিজে| বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের এক দিকের লেন| বালি খাল থেকে দক্ষিণেশ্বর পর‌্যন্ত যাওয়ার লেনটি খোলা রয়েছে| ওই লেনটিতে শুধুমাত্র বাইক এবং তিন চাকার গাড়ি চলছে| চার চাকা ও বড় গাড়ি চলছে নিবেদিতা সেতু দিয়ে| তবে সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর‌্যন্ত দুচাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে| নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কারণে ওই চার দিন বাসের টোল ট্যাক্স লাগবে না| কিন্তু একই লেন দিয়ে প্রচুর গাড়ি ঢোকায় বালি খাল থেকে দক্ষিণেশ্বর পর‌্যন্ত লম্বা যানজট হচ্ছে| ঠিক সময়ে অফিস পৌঁছোতে না-পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে|
জানুয়ারির শীতে বাসের ভিড়ে ঘাম ঝড়ছে যাত্রীদের| সেই ভিড়েই চলছে আলোচনা| নিত্যযাত্রীদের মত, প্রশাসনের আরও পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত ছিল|

Scroll to Top