৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ডমিনিকায় জিতে টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজকে  ১৪১ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে  জিতে নিল ভারত। ব্যাটে, বলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে ৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত।  ২৭১ রানের লিড নেয় ভারত। ৭৬ রান করে বিরাট কোহলি আউট হন। ৩৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা। ৩৮৭ বলে ১৭১ রান করে ফিরলেন যশস্বী। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। চা বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২ উইকেটে ২৭। তৃতীয় সেশনেই ভারত তুলে নিল বাকি ৮টি উইকেট। এই নিয়ে ২৩ বার কোনও টেস্টে শেষ উইকেটটি পেলেন অশ্বিন। টপকে গেলেন শেন ওয়ার্ন কে। ৫০.৩ ওভারে ১৩০ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রথম পয়েন্ট ঝুলিতে পুরল ভারত।  ম্যাচের সেরা অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল।

Scroll to Top