আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। যার মধ্যে ২৮ জন শিশু রয়েছে। বন্যার কারণে এখনও নিখোঁজ কমপক্ষে ৪০ জন। ফলে মৃতের সংখ্যা একশো ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যেও বেশির ভাগ শিশু।
বিগত সপ্তাহান্তে অতিবৃষ্টি এবং হড়পা বানের জেরে জলস্তর বেড়েছে টেক্সাসের বেশ কিছু নদীর। গ্রীষ্মের মরসুমে পড়ুয়াদের নিয়ে সেখানে বেশ কিছু ‘সামার ক্যাম্প’-এর ব্যবস্থা করা হয়। সে রকমই ক্যাম্প থেকে প্রচুর শিশুমৃত্যুর খবর এসেছে। শুধুমাত্র কের কাউন্টি থেকেই অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে।