২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

টিম ইন্ডিয়ার নতন স্পনসর, নতুন জার্সি

High News Digital Desk:

টিম ইন্ডিয়ার নতন স্পনসর, নতুন জার্সি :

রোহিত শর্মার ভারত আজ থেকে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তাদের যাত্রা শুরু করতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। মেন ইন ব্লু এই সিরিজের জন্য একটি নতুন জার্সি পরে নামবে। এদিকে ভারতের জার্সি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো ট্রোলড এবং সমালোচনার সম্মুখীন হয়েছে।

ভারতীয় দলে নতুন স্পনসর হয়েছে ড্রিম ইলেভেন। তাদের সঙ্গে তিন বছরের চুক্তিও হয়েছে। বাইজুস সরে যাওয়ার পর থেকে নতুন স্পনসরের খোঁজে ছিল বিসিসিআই। অবশেষে ড্রিম ইলেভেনকে তারা নতুন প্রধান স্পনসর হিসেবে পেয়েছে। চুক্তির কথা ভারতীয় বোর্ডের তরফে ১ জুলাই ঘোষণা করা হয়েছিল। আর West Indies সফর থেকেই ভারত নতুন স্পনসরের লোগো লাগানো জার্সি পরে খেলবে।

তবে টিমের জার্সির একেবারে সামনে, যেখানে দেশের নাম থাকে, সেখানে বড় করে লেখা ড্রিম ইলেভেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারত যে জার্সি পরেছিল, তার সামনে দেশের নাম ছিল। নতুন জার্সিতে দেশের নামের জায়গায় ড্রিম ইলেভেন লেখা দেখে তীব্র সমালোচনার ঝড় বয়ে চলছে।

বিশেষ করে সাদা জার্সিতে একটি ক্রিকেট গেমিং অ্যাপের লাল লোগো বেশির ভাগ ভক্তের কাছেই অত্যন্ত দৃষ্টিকটূ লেগেছে বলে দাবি করা হয়েছে। যে কারণে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। ভারতের এক ভক্ত দাবি করেছেন, ‘টাকার জন্য দেশের নামই মুছে দিল বিসিসিআই।’ কেউ আবার লিখেছেন, ‘ভারতের হয়ে খেলবে নাকি ড্রিম ইলেভেনের হয়?’

Scroll to Top