৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ঝুঁকি নিয়েই চলছিল শপিং মল?

High News Digital Desk:

ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়| পার্কস্ট্রিটের পর কসবা| শুক্রবার দুপুরে কসবায় অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে হঠাত্ই আগুন লাগে| মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে| কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা| আতঙ্কে শপিং মল ছেড়ে বেড়িয়ে আসেন সকলে| প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে যায়, তাতে বিপদ আরও বাড়ে| তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে| প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়| এরপর আরও ১২টি ইঞ্জিনের সাহায্যে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল| খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু| অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ| দমকল মন্ত্রী যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন| আপাতত কয়েকদিন বন্ধ থাকবে এই বিলাসবহুল শপিং কমপ্লেক্স| ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি| বিপুল লোকসানের আশঙ্কা|

Scroll to Top