রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে আসল বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম| বৃহস্পতিবার সাতসকালে মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকেরা| ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিৱুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের| জ্যোতিপ্রিয়ের বাড়ির পাশাপাশি তাঁর আপ্তসহায়ক অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি| বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল| নাগেরবাজারে দুটি ফ্ল্যাটে গিয়েছে ইডি| একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি রয়েছে স্বামী বিবেকানন্দ রোডে| সূত্রে খবর, দুটি ফ্ল্যাটেই পালা করে অমিত থাকেন| সকাল থেকেই আটটি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকেরা| মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিৱুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি|দুর্গাপুজো মিটতেই ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও জেলার বিভিন্ন এলাকায় ইডি তল্লাশি শুরু করেছে| এরই মধ্যে দুপুরে মিস্টি হাতে খাদ্যমন্ত্রীর বাড়িতে হাজির হন তণমূল নেতা সব্যসাচী দত্ত| তাঁর সঙ্গে ছিলেন ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর তলসী সিংহ রায় এবং ৩৪ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞিজন পোদ্দার| কিন্তু বাড়িরে গেটের বাইরে তাদের ফিরতে হয়| এদ্ম তারা মন্ত্রীর বাড়িতে ঢকতে বাধা পান| কারণ মন্ত্রীর বাড়ির ভিতর যখন তল্লাশি চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা আর বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা| সব্যসাচীকে ঢকতে বাঁধা দেন কেন্দ্রীয় বাবিনীর জওয়ানরা| বিরোধী রাজনৈতিক মহল প্রশ্ন তলছে এটা কী নিতান্তই কাকতালীয়..










