জোহানেসবার্গের ৫ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২ আহত ৪৩ :-
ৱুধবার রাতে আগুন লাগে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতলে| ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল| ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো পর্যন্ত ৪৩ জন মারা গেছেন| তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে| পরে তিনিই টুইট করে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন|
দক্ষিণ আফ্রিকার রাজধানীর ওই বহুতলে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী| তাঁরা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও শুরু করে| জোহানেসবার্গের সার্ভিসের মুখপাত্র রবার্ট মালুদজি জানিয়েছেন, মধ্য রাতে ওই বহুতলে আগুন লাগে| এ বিষয়ে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার মধ্য রাতে পাঁচতলা একটি বহুতলে আগুন লাগে| ওই বহুতলের ভিতরে যাঁরা ছিলেন তাঁদের সরিয়ে এনেছে আমাদের উদ্ধারকারীরা| আগুন নেভানোর কাজও চলছে|
ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে, লাল-সাদা রঙে রাঙানো ৫ তলা ভবনের বারে দমকল বাহিনীর ট্রাক ও অ্যাম্বুলেন্স| ভবনের বেশিরভাগ জানালা ঝলসে গিয়েছে| পুরো এলাকাকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ|








