২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড : প্রধানমন্ত্রী

High News Digital Desk:

জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড, এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘নবকার মহামন্ত্র দিবস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড। এই জ্ঞান সংরক্ষণ করা আমাদের কর্তব্য। এই কারণেই আমরা প্রাকৃত এবং পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “নবকার মহামন্ত্রের এই দর্শন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত। আমি লালকেল্লা থেকে বলেছি – বিকশিত ভারত মানে উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যও। এমন একটি ভারত যা থামবে না, এমন একটি ভারত যা থেমে থাকবে না। এই ভারত উচ্চতা স্পর্শ করবে, কিন্তু নিজস্ব শিকড় থেকে বিচ্ছিন্ন হবে না।”

প্রধানমন্ত্রীর কথায়, “নবকার মহামন্ত্র শুধু একটি মন্ত্র নয়। এটি আমাদের আস্থার কেন্দ্রস্থল। আমাদের জীবনের চাবিকাঠি এবং এর তাৎপর্য কেবল আধ্যাত্মিক নয়। এটি সকলকে নিজের থেকে সমাজে যাওয়ার পথ দেখায়, এটি মানুষ থেকে বিশ্বে যাওয়ার একটি যাত্রা। এই মন্ত্রের প্রতিটি শব্দই নয়, প্রতিটি অক্ষরই একটি মন্ত্র।”

Scroll to Top