সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই অ্যাডভান্সড) পরীক্ষায় বরাবরই ছাত্ররা ছাত্রীদের তুলনায় অনেক এগিয়ে। কিন্তু এই প্রতিযোগিতায় ধীরে হলেও আশার সঞ্চার করছেন ছাত্রীরা। বাড়ছে তাদের সাফল্যের হার।
পরীক্ষার নিয়ামক সংস্থা সূত্রে সোমবার জানা গিয়েছে, ২০২১, ’২২, ’২৩, ’২৪ ও ’২৫-এ জেইই অ্যাডভান্সড-এ উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ছিল যথাক্রমে ৬ হাজার ৪৫২, ৬ হাজার ৫১৬, ৭ হাজার ৫০৯, ৭ হাজার ৯৬৪ এবং ৯ হাজার ৪০৪। শতাংশ ছিল যথাক্রমে ১৯.৯৮%, ১৯.৩৯%, ১৮.৪৮%, ১৯.৪২% ও ২২.৭৫%।
২০২৪-এর জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলেন দ্বিজা ধর্মেশকুমার পটেল। সব মিলিয়ে তাঁর স্থান ছিল সপ্তম। ’২৩-এ মেয়েদের মধ্যে যিনি প্রথম হন, সব মিলিয়ে তাঁর স্থান ছিল ৫৬। ’২২-এ মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলেন, সব মিলিয়ে সেই তানিষ্কা কাবড়ার স্থান ছিল ১৬। ’২৫-এ মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কাটোয়ার দেবদত্তা মাজি। সব মিলিয়ে সেই তাঁর স্থানও হয়েছে ১৬।
প্রতি বছর পূর্বনির্ধারিত একটি আইআইটি জেইই অ্যাডভান্সড নেওয়ার দায়িত্বে থাকে।