কলকাতা : স্বাস্থ্য ভবন থেকে কোনও প্রকার সাহায্য পাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর ধর্ষণ-খুনের তদন্ত চলছে ঢিমে তালে। এইসব অভিযোগে অসন্তুষ্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এখন সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর তাঁদের। ৫ সেপ্টেম্বর সেই শুনানি। তার আগে এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট জানিয়েছে, ‘মেদিনীপুর মেডিক্যাল কলেজ, এসএসকেএম, বর্ধমান মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী, জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে চলে আসা দুষ্টচক্রের ভয়ের রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছেন। অভিযোগ করছেন কর্তৃপক্ষের কাছে। এরপরেও অভিযোগকারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। চলছে থ্রেট কালচার, কিছুটা হলেও কর্তৃপক্ষের মদতে।’
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বক্তব্যে উঠে আসা ‘হুমকি সংস্কৃতি’র বিরুদ্ধে আন্দোলনকারীরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। ভয়ের রাজনীতি বন্ধ না করলে আমাদের এই আন্দোলন থামবে না। আমাদের নির্দিষ্ট ৫ দফা দাবির একটিও পূরণ হয়নি। তাই আমাদের কর্মবিরতি চলছে।’
অর্থাৎ, ক্ষোভ প্রশমিত হওয়ার কোনও লক্ষণ নেই। অভিযোগ, প্রশাসনের তরফেও দেখা যাচ্ছে না দাবিপূরণের তেমন গরজ বা সদিচ্ছা।