নিজস্ব সংবাদদাতা : শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে কী করে টাকার বিনিময়ে জীবনকৃষ্ণ চাকরি বিক্রি করেছেন তার বিস্তারিত বিবরণ রয়েছে। ২৭ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গত এপ্রিল মাসে হানা দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে তাঁর যোগসাজশের অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জীবনকৃষ্ণের বিরুদ্ধে হাতে আসা তথ্য প্রমাণও আদালতে পেশ করেছেন গোয়েন্দারা। এখনও আদালত ওই চার্জশিট গ্রহণ করেনি বলেই জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে মুর্শিদাবাদ ছাড়া আরও পাঁচটি জেলার চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিবিআই। প্রত্যেকটি জেলায় এজেন্ট ও সাব এজেন্ট নিযুক্ত করে যে নিয়োগ দুর্নীতির টাকা তোলা হত, সেই বিষয়গুলিও চার্জশিটে উল্লেখ করা আছে। চার্জশিটে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনে ২০১ ধারা প্রয়োগ করেছেন তদন্তকারীরা। জীবনকৃষ্ণ তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এবং বহু তথ্য মুছে ফেলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ২০১ ধারায় মামলা করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে জীবনকৃষ্ণ সাহার এজেন্ট সুব্রত সামন্ত রায়েরও।
