১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

জালে ২, মূলপাণ্ডাকে খুঁজছে পুলিশ

High News Digital Desk:

 

কাউন্সিলরের লেটার হেড প্যাড চুরি! তারপর সেই প্যাডে কাউন্সিলরের সই নকল করে শংসাপত্র! এমন অবৈধ দুঃসাহসিক কারবার পুরসভার নাকের ডগায় চলছিল বেশ কয়েকদিন ধরে। কিন্তু শেষরক্ষা হল না। কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়ল ২ অভিযুক্ত। মূলপাণ্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনা নবদ্বীপ পুরসভার। সেখানেই ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা রায়ের লেটার হেড প্যাড ও সই নকল করে চলছিল শংসাপত্র দেওয়ার বেআইনি কারবার। ঊষা রায় গোটা বিষয়টি সম্পর্কে ছিলেন সম্পূর্ণ অন্ধকারে। সম্প্রতি তাঁর নজরে আসে, অন্য ওয়ার্ডের এক প্রৌঢ় দম্পতি নাকি বার্ধক্য ভাতার জন্য তাঁর অনুমোদিত ইনকাম সার্টিফিকেট নিয়ে ঘুরছেন!

এমনটা তো হওয়ার কথা নয়! সন্দেহ হওয়ায়, কাউন্সিলর ঊষা রায় খোঁজখবর নিতে শুরু করেন। তখনই নিজের অফিস থেকে লেটার হেড প্যাড চুরি ও সই নকলের বিষয়টি ধরা পড়ে। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন কাউন্সিলর। খবর দেন নবদ্বীপ থানায়। শুরু হয় তদন্ত। তাপস চক্রবর্তী ও প্রদীপ মিস্ত্রি নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শনিবারই তাদের নবদ্বীপ আদালতে তোলা হয়।

ধৃত প্রদীপ মিস্ত্রি নবদ্বীপ পুরসভায় নাইট গার্ডের কাজ করত। অপর ধৃত তাপস চক্রবর্তী পুরসভার পরিষেবা সংক্রান্ত কাজে দালালির সঙ্গে যুক্ত ছিল। এদেরকে কাজে লাগিয়েই এক অসাধু চক্র চালাচ্ছিল ঘটনায় মূল অভিযুক্ত গোপাল দেবনাথ। সেই গোপাল এখনও অধরা। হন্যে হয়ে তাকে খুঁজছে পুলিশ।

Scroll to Top