- জাতীয় দলে কামব্যাকের পথে জসপ্রীত বুমরা ক্রিকেট প্রেমীরা এই খবর শুনে উচ্ছ্বসিত
গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় টিমের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরা। চলতি বছর মার্চ মাসে তাঁর অস্ত্রোপচারও হয়। জসপ্রীত বুমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় শিবিরে খুশির হাওয়া। জাতীয় দলে কামব্যাকের পথে জসপ্রীত বুমরা। ভারতীয় ক্রিকেট প্রেমীরাও এই খবর শুনে উচ্ছ্বসিত। খুব শীঘ্রই ভারতীয় পেস বোলিং অ্যাটাকের শক্তি আরও অনেক গুণ বাড়তে চলেছে। জয় শাহ বৃহস্পতিবার বলেন,”বুমরা ১০০ শতাংশ ফিট।” আয়ারল্যান্ড সফরেও জসপ্রীত বুমরাহ যেতে পারেন বলে জানিয়েছেন বিসিসিআই সচিব। এনসিএতে প্রতিদিনই নিয়মিত বোলিং অনুশীলন করছেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপের আগে বুমরার অ্যাকশনে ফেরা প্রয়োজন। কিন্তু তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে তিনি কতটা ফিট তা জানার জন্য ম্যাচ খেলা প্রয়োজন। তাই তাঁকে আয়ার্ল্যান্ড সিরিজে পাঠানো হতে পারে।










