৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

জসপ্রীত বুমরাকে সদ্য বাবা হওয়া বিশেষ উপহার শাহিন শাহ আফ্রিদির

High News Digital Desk:
  • জসপ্রীত বুমরাকে সদ্য বাবা হওয়া বিশেষ উপহার শাহিন শাহ আফ্রিদির

সদ্য বাবা হয়েছেন। এবার সদ্যোজাত সন্তানের জন্য অপ্রত্যাশিত উপহার পেলেন জসপ্রীত বুমরা। রবিবার তাঁর হাতে বিশেষ উপহার তুলে দিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা যখন মাঠ ছেড়ে হোটেলের দিকে রওনা হচ্ছিলেন, তখন বুমরাকে ডাকেন আফ্রিদি। তিনি বাবা হওয়ার জন্য বুমরাকে অভিনন্দন জানিয়ে তাঁর হাতে একটি বাক্স তুলে দেন। আফ্রিদিকে ধন্যবাদ জানান বুমরা। এই ২ ক্রিকেটারই টিম বাস ধরার জন্য তাড়াহুড়ো করছিলেন। বুমরার হাতে প্লাস্টিকের প্যাকেট তুলে দিতে ভুলে গিয়েছিলেন আফ্রিদি। সে কথা মনে পড়ে যাওয়ায় তিনি বুমরাকে পিছু ডেকে প্যাকেটটি তাঁর হাতে তুলে দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এই ভিডিওএদিকে,  সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ যেখানে খেলা শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গায় খারাপ অবস্থা দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু দলের প্লেয়ারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা রিস্ক নেননি। শেষ পর্যন্ত এদিনের মত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন

Scroll to Top