৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

জলমগ্ন ভোট কেন্দ্র, সুরাহার সন্ধানেই ভোট দান

High News Digital Desk:

 

চারদিকে জল| মাঝখানে ভোট কেন্দ্র| রায়গঞ্জ বিধানসভার গৌরীগ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে আজকের দিনে এমনই দৃশ্য| অনন্তপুর প্রাইমারি স্কুলের ৩৭ ও ৩৮ নম্বর ৱুথের ছবি| ৩-৪ দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতেই এই দশা| নাগর নদীর জল বেড়ে যাওয়ায় এর মধ্যে অনেকেই ঘরছাড়া| তৱু ভোট দিচ্ছেন এলাকার মানুষ|

ভোট দিতে কী ভাবে ৱুথে পৌঁছচ্ছেন তাঁরা? নৌকা বা ভেলায় চেপে বহুদূর আসার পর হাঁটা পথ| কিন্তু সেই পথ যে জলমগ্ন? উপায় কী? কেউ হাঁটজল ডিঙিয়ে, কেউ বা গলাজল পেরিয়ে হাজির ভোট কেন্দ্রে| ভোটকেন্দ্রও জল থই-থই| তৱু ভোট দেওয়া চাই| এত কষ্ট করে নাগরিক অধিকার প্রয়োগ প্রসঙ্গে রায়গঞ্জ বিধানসভার এক বাসিন্দা জানালেন, আসতেই হবে| ভোটটা মূল্যবান| আনন্দের সঙ্গে ভোট দিলাম|

রায়গঞ্জ বিধানসভার ভোটাররা চাইছেন, যিনিই জিতন, ফি-বছরের এই বানভাসি পরিস্থিতির সুরাহা করেন যেন তিনি| অবশ্য বহু বছর ধরেই এমন চেয়ে আসছেন তাঁরা| কিন্তু ভোটে জিতে নেতারা কখনও প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ| প্রশ্ন হল, এবার? কথা রাখবেন তো রায়গঞ্জ বিধানসভার ভাবী বিধায়ক?

Scroll to Top