৬ পৌষ ১৪৩২ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫

জয়ী জোহরান মামদানি, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র পেল নিউ ইয়র্ক

High News Digital Desk:

প্রথম প্রথম দক্ষিণ এশীয় তথা ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক। ইতিহাস গড়লেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ারের পুত্র তথা ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান দলের প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে ১১১ তম মেয়র হয়েছেন তিনি। শুধু তাই নয় এক শতাব্দীর মধ্যে মামদানি হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র।

উল্লেখ্য, বছর ৩৪ এর মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তাঁর বাবা বিখ্যাত লেখক মাহমুদ মামদানি। তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে, জোহরানের মা হলেন স্বনামধন্য চিত্র পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর মামদানি নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন মামদানি। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছিল। সস্তায় খাদ্য, বস্ত্র এবং বাসস্থান – নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছিলেন মামদানি।

Scroll to Top