ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে দিনের শুরুটা করেছিল ভারত, আর শেষটাও করল তারা। মাঝে একটি ইনিংস খেললো ইংল্যান্ড। ভারতকে কম রানে থামিয়েও বিশেষ সুবিধা করতে পারল না ইংলিশরা l অথচ উদ্বোধনী জুটি ভারতকে চিন্তায় রেখেছিল । কিন্তু পরে মহম্মদ সিরাজ ও প্রাসিধ কৃষ্ণার দারুণ বোলিংয়ের কাছে ২৫০ রানের নিচে অলআউট হয়ে যায় l তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়সওয়ালের ব্যাটে ভারত এগোচ্ছে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টে ওভালে দ্বিতীয় দিনেই পতন হয়েছে ১৫ উইকেটের। এই সিরিজে এক দিনে এত বেশি উইকেট পড়েনি। শুক্রবারের খেলা শেষে ৮ উইকেট হাতে রেখে ৫২ রানে এগিয়ে আছে ভারত। এদিন প্রথম ইনিংসে ভারতকে ২২৪ রানে অলআউট করার পর ১৩ ওভারেই ৯২ রান তুলে ফেলে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। সেখান থেকে তারা গুটিয়ে যায় ২৪৭ রানে। প্রথম দিন ফিল্ডিংয়ে চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া ক্রিস ওকস ব্যাটিংয়ে নামতে পারেননি। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ দুজনেই চারটি করে উইকেট নিয়েছেন l
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৭৫ রান করেছে ভারত। দুইবার জীবন পেয়ে ৭ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৫১ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। লোকেশ রাহুল ৭ রান ও সাই সুদর্শন ১১ রান করেছেন।