৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

জম্মু-কাশ্মীরের অরণ্যাঞ্চলে গা-ঢাকা দিয়েছে জঙ্গিরা

High News Digital Desk:

গভীর রাতে গুলির লড়াই। ফের কেঁপে উঠল ডোডা। অর্থাৎ, ঘোর অশনি-সংকেত। উপত্যকা ঠান্ডা হওয়ার কোনও লক্ষণ আপাতত নেই। যদিও জঙ্গি কার্যকলাপ রোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ‘জিরো টলারেন্স’ অক্ষরে অক্ষরে কার্যকর করতে বদ্ধপরিকর দেশের সেনা, আধাসেনা ও পুলিশ বাহিনী।

২ দিন আগে ডোডাতেই জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন ৪ ভারতীয় জওয়ান। তারপর থেকে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় আরও জোরদার যৌথ তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা, আধাসেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ।

মঙ্গলবার রাত ১২টা পেরিয়ে ডোডার অরণ্যাঞ্চলে (Bhatta Dessa Forest) চলছিল তল্লাশি। ১টা নাগাদ হঠাৎই যৌথ বাহিনীকে লক্ষ করে ঝাঁকে ঝাঁকে গুলিবর্ষণ। কয়েক মুহূর্ত অপেক্ষা। তারপর লুকিয়ে থাকা জঙ্গিদের নিশানা করে পাল্টা গুলি চালায় বাহিনী। কিছুক্ষণ চলে গুলির লড়াই। তাতেই পিছু হটে জঙ্গিরা। পালাতে পালাতে তারা ওই অঞ্চলের সশস্ত্র গ্রাম রক্ষা বাহিনীর (Village Defence Group) সামনে গিয়ে পড়ে। সেখানেও চলে একপ্রস্থ গুলির লড়াই। অবশেষে অরণ্যের আরও উপরের এলাকায় গা ঢাকা দেয় জঙ্গিরা।

চলতি মাসের ৯ তারিখে সেজান (Sezan) অরণ্যে নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার জেরে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। সোমবার ফের জঙ্গি-হামলা। প্রাণ গেল ৪ জওয়ানের। ৪৮ ঘণ্টার মধ্যে এবার ডোডাতেই আবার সেনা-জঙ্গি সংঘর্ষ। দেশের সামরিক বাহিনী সূত্রে খবর, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর একই জঙ্গিদল একাধিক ভাগে বিভক্ত হয়ে পরপর হামলা চালচ্ছে বলে অনুমান। ডোডা ছাড়াও কিস্তওয়ার, উধমপুরে ছড়িয়ে পড়েছে তারা।

ঘটনায় উদ্বিগ্ন নয়াদিল্লি। জঙ্গিদমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এদিকে জম্মু-কাশ্মীরের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী তথা পিডিপি (PDP) নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) কেন্দ্রকে তোপ দেগে বলেছেন, ‘জঙ্গি-খতমের দাবি করে সরকার। তাহলে জম্মুতে এসব কী হচ্ছে? এর দায় নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে।’ মুফতির অভিযোগ, ‘গত ৩২ মাস ধরে, যবে থেকে আরআর সোয়াইন (RR Swain) ডিজিপি পদের দায়িত্বে এসেছেন, বারবার অশান্ত হয়েছে সীমান্ত এলাকা—৫০ সেনা প্রাণ হারিয়েছেন।’

Scroll to Top